জন জীবনে
শাপে বর ইজিবাইক
লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান
অমল সরকার ঃ বাংলাদেশের জন জীবনে শাপে বর এখন ব্যাটারী চালিত গণ পরিবহণ ইজিবাইক। দুই দশক আগে যখন এই ইজিবাইক ব্যাটারী চালিত গাড়ী রাস্তায় চলাচল শুরু করে তখন থেকে বলতে গেলে সাধারণ যাত্রীরা এর সহজ পরিবহণ সুবিধা লুফে নেয়।
ক্রমে ক্রমে এই গাড়ীগুলোর চাহিদাও বেড়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা শগর সহ দেশের প্রত্যান্ত অঞ্চলে এই ইজিবাইক যায়গা করে নিতে থাকে।
এই বাইকের কয়েকটি ইতিবাচক দিক হলোহ।
১ ঃ তুলনা মূলক কম পুজি লগ্নুি।
২ঃ সহজে পরিচালন উপযোগি।
৩ঃ যাত্রীদের পছন্দের
৪ঃ আয়ের নিশ্চয়তা
৫ঃ মানষিক প্রশান্তি
উপরোক্ত কারন গুলোতে ভর করে দিন দিন ইজিবাইক সড়ক দখল করে নেয়।
গবেষকরা বলেন, যদিও ইজিবাইক দেশের বিদ্যুৎ এর উপর চাঁপ বাড়ায় কিন্তু পক্ষান্তরে দেশের বিশাল বেকার জনগোষ্টির একটা অংশ এই পেশায় আয়ের উপর নির্ভরশীল। তাতে বোঝা যায় ইজিবাইক আমাদের দেশে শাপে বর এর মতো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে রাজধানী থেকে ইজিবাইক উচ্ছেদ করার প্রচেষ্টা নেওয়া হয়, সম্ভব হয়নি হয়তো সেই বিবেচনায়, লাখো মানুষের কোটি প্রাণের জন্য
জনজীবনে শাপে বর ইজিবাইক লক্ষ মানুষের কর্মসংস্থান
July 4, 2025
Omol Sarkar
Original Author অমল সরকার
76
View
Comments
-
Omol Sarkar 5 months ago
শাপে বর হয়ে দেখা দিয়েছে বাংলাদেশে ব্যাটারী চালিত ইজিবাইক