কালো মেঘ
অমল সরকার
কালো মেঘের ছায়া যদি পড়ে গায়
চমকে উঠি হারিয়ে যাও তুমি হায়
খুঁজবো আমি তেপান্তরের মাঠ পেড়িয়ে
দিন শেষে সারা বেলা যাবে যে গড়িয়ে।
তোমার কপালের কালো টিপের রাঙিয়ে
মেঘকে ঢেকে দিও ওই কালো রঙ নিয়ে
আকাশের পানে আল্পনা একেঁ রুপ কিছু
তোমার চোখের মনি একেঁ দেখো বিশ্ব।
দুই পাশে ভ্রুযুগল সারি সারি বন বিথীময়
তার মাঝে তোমার কালো টিপ রমণিয় হয়
কোন কালিতে আঁকো তুমি কপালের টিপ
স্পষ্ট যেন সাগরের মাঝে জোড়া বদ্বীপ।
টিপ দেখে ভয় পেয়ে মেঘ পালায় আকাশে
মুক্ত ঝড়া হাসি দিয়ে হেঁসে ওঠো তুমি শেষে
তোমার কপালের টিপের কাছে হারে মেঘ
পায়ের তলায় আছড়ে পড়ে শ্রাবনের মেঘ।
80
View
Comments
-
Omol Sarkar 5 months ago
যাকে বেশি ভালবাসা হয় তাকে হারাতে আরো বেশি ভয় হয়