গল্প
বৃষ্টি ভেজা সময়
অমল সরকার
সারা দিন অঝোরে বৃষ্টি হচ্ছ। মাঝে কয়েক মিনিট বিরতি দিয়েছিল। বৃষ্টি নামে আবার গুমোট গরম পড়ে। ঘেমে অস্থির হয়ে যাচ্ছিল সুমাইয়া। বেলা অনেক হয়েছে। অষ্টাদশী তরুণী সুমাইয়ার ভরা যৌবণ। মা যাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। মা ওকে বলে
-- কি রে গোসল করে আয়। ভাত খাবি। কলেজে যায় প্রতিদিন দুপুরের খাবার বাড়িতে খাওয়া হয়না। আজ বাড়িতে। সুমাইয়া বললো
-- ডুব দিয়ে গোসল করার দরকার।
এই বৃষ্টির মধ্যে তুই পুকুরে যাবি?
-- তাতে কি বৃষ্টির জন্য ফাঁকা। লোক জন নাই আমি দৌড়ে আসবো আর যাবো বলেই পুকুরে যায়। কয়েকটি ডুব দিয়ে উপরে তাকাতেই দেখে পিয়ালও গোসল করতে এসেছে। পিয়াল বলে
--- আয় তুই আর আমি সাতার কেটে কতো দূর যেতপ পারি দেখি।
-- আচ্ছা। দুই খুশিতে আত্মহারা হয়ে সাতার কাটতে থাকে। দেখা যায় সুমাইয়া আর পারছেনা। তখন পিয়াল তাকে ধরে কোলে নিয়ে ডাঙ্গায় নিয়ে এসে পেটে চাঁপ দিয়ে পানি বেড় করে। কাঁধের উপর করে বাড়িতে নিয়ে যায়। এতো দিন শুধু মনের বোঝা পড়া হয়েছে তাদের আজ শরীররলের বোঝা পড়া হলো। ভাবছিলো সুমাইয়া।
66
View
Comments
-
Omol Sarkar 5 months ago
বৃষ্টির জন্য দুই জন একে অপরের কাছে পেল