ঘুমুতে দাও
আহমেদ সাব্বির

গুড়ুম গুড়ম ডাকছে আকাশ, বৃষ্টি সকাল থেকে
আজকে যারা ঘুমিয়ে, তাদের কেউ তুলো না ডেকে।
কেউ নিও না বালিশ কেড়ে, দিও না কেউ ঝাড়ি
বৃষ্টি হলে ঘুমুতে হয়, কাঁপাতে নেই বাড়ি।
বৃষ্টিতে দিন কাটাতে হয় ঘাপটি মেরে শুয়ে
মনের যত আবর্জনা বৃষ্টিতে যায় ধুয়ে।
আলতো হাতে গায়ের উপর কাঁথাটা দাও তুলে।
ঝপাস করে মশারিটা কেউ নিও না খুলে।
বৃষ্টি হলে মাথার কাছে নাস্তা রাখো এনে
জানলাগুলো বন্ধ রাখো, পর্দাটা দাও টেনে।
বন্ধরাখা লাইটগুলো দিও না কেউ জ্বেলে
কেউ বোলো না "বাজারে যাও" বৃষ্টিকাদা ঠেলে।
বৃষ্টি হলে মুগ্ধ চোখে দেখবে কেবল শোয়া
রান্নাঘরে মাংস ভূণা, ঝাল খিঁচুড়ির ধোঁয়া।
ঘুমন্ত নাক ডাকছে দেখে কেউ যেও না রেগে
বেড-টি হাতে সামনে দাঁড়াও, উঠবে তাতেই জেগে।
বৃষ্টিদিনে কাঁঠাল-মুড়ির প্যাকেজ রাখো কিনে
শপিং যেতে চাপ দিও না বৃষ্টি-ছুটির দিনে।
বৃষ্টি হলে "লিচু" গানের নৃত্যতালে নাচো
কেউ বোলো না আলনা গোছাও, কাপড়চোপড় কাচো ।
ঘর ঝাড়ু দাও, সবজি কাটো বাচ্চাটাকে ধরো!
ঘুম ভাঙিয়ে কেউ বোলো না টয়লেট সাফ করো।
বৃষ্টি হলে মিষ্টি ভাষার চর্চা রাখো মুখে
ঘুমুতে দাও ছুটির দিনে, বৃষ্টিমুখর সুখে।