Posts

গল্প

মিতুর বিয়ে

July 4, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

83
View

গল্প
মিতুর বিয়ে 

অমল সরকার 

ঘোন ঘোন পানি পান করছে পিয়াল।
কেবল মাত্র একগ্লাস শেষ করলো। আবার আরেক  গ্লাস ঢালতে ঢালতে ভাবছে, মিতু এমন ব্যবহার করবে পিয়াল স্বপ্নেও ভাবে নাই কখনো। মিতুর কথা মাথায় আসতেই গলা শুকিয়ে আসছিলো।  তার জন্য বার নার পামি খাচ্ছে। পানি বাইড়ে পড়ে গেল, তা দেখে বন্ধু হিরণ হেসে বলে
--- দোস্ত তোর কি হয়েছে রে? গ্লাসের পর গ্লাস পানি গিলছিস? 
--- না। কিছু না।
--- তুই বললেই হোল? আমি কিছু বুঝিনা ভেবেছিস? পিয়াল, দোস্ত আমার তুমি এই শীতেও ঘেমে নেয়ে উঠেছিস। তোর চোখ মুখ বলছে তুই ভিষণ টেনশনে আছিস। তুই যদি শেয়ার না করিস বুঝবো কি করে।
ঘটনা টা ভাবে পিয়াল,গত পরশু দিন হঠাৎ 
ক্যাম্পাসে মিতু পিয়ালকে বলে
--- পিয়াল? তোকে খুব মিস করবো রে।
--- মিস করবো?  মানে? 
--- আমি বিয়ে করছি। এতো বছরের সম্পর্ক ধরে রাখতে পারলাম না রে বন্ধু। 
গলার স্বর স্তব্ধ হয়ে যায় পিয়ালের। মুখে কোন শব্দ বেড় হয় না। মাথার ভাবনা গুলো এলো মেলো হয়ে গেল। মনে হলো এই মাত্র একটি টর্নেডো এসে সব ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়ে গেল। পিয়ালের নীরবতা দেখে মিতু বলে, কিরে কিছু বললি না তো? 
-- কি বলবো বল? প্রত্তেক মানুষের একটি স্বাধীনতা থাকে। আর সেই স্বাধীনতাকে বাঁধাগ্রস্ত করা অন্যায়। আমি অন্যায় কাজ সমর্থন করিনা। সেই শেষ কথা মিতুর সাথে। তখন না বুঝলেও এখন হৃদয় দিয়ে অনুভব করছে, আর জ্বলে পুড়ে শেষ হচ্ছে।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 5 months ago

    এক জোড়া ভালবাসার মানুষের আলাদা হয়ে যাওয়ার গল্প