কাম
অমল সরকার
চেটেপুটে খাই স্তনবোটা
বেড়ে উঠি,- না বোঝা বাতাসে সূর্য তাপে
বোধ ফিরে পাই যখন ----
চেটেপুটে খাই অধর
কমল ঠোঁট ঠোঁট লাগিয়ে যৌণ তাপে।
বাইরের অতিথি কে স্বাদর
সম্মিলিত শক্তিতে চেঁপে ধরি সৃষ্টি মাতৃভূমি
উবব উত্তেজনা আবেগের সেচ দিয়ে
চেটেপুটে খাই যা কিছু পাই।
গতিময়তার ধারায় বদলে যায় কল্পনার গাড়ি
চেটেপুটে খাই দূর্বলের সঞ্চয়
গায়ের নামাবলী খুলে ভালবাসার সর্ম্পকে
ঝাঁপিতে ঢেকে রেখে লখিন্দরের গান।
64
View