Posts

নিউজ

জোহরান মামদানিকে নিয়ে লেখা বই 'রান জোহরান রান!'

July 4, 2025

নিউজ ফ্যাক্টরি

219
View

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রাথমিক পর্বে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন জিতে নিয়ে মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন জোহরান মামদানি। তার এই অপ্রত্যাশিত জয় এবং নির্বাচনী প্রচারণা নিয়ে নতুন একটি বই প্রকাশিত হবে।    

‘রান জোহরান রান!’ নামের বইটি লিখেছেন সাংবাদিক থিওডোর হ্যাম। চলতি বছরের ১৪ অক্টোবর স্বাধীন প্রকাশনা সংস্থা ওআর বুকস থেকে এটি বের হবে।  

ওআর বুকস জানিয়েছে, বইটির প্রচ্ছদে মামদানির প্রচারণা লোগোর রঙ রয়েছে। পেপারব্যাক সংস্করণের দাম পড়বে ১৮ ডলার এবং ই-বুক সংস্করণের দাম পড়বে ১০ ডলার।       

মামদানি গত বছরের অক্টোবরে নিউ ইয়র্কের মেয়র পদে তার প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছিলেন। ৩৩ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় বিনামূল্যে সিটি বাস, সবার জন্য সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা করা এবং উচ্চ ন্যূনতম মজুরির প্রস্তাব করেছিলেন।     

গত মাসে তিনি র‍্যাঙ্কড-চয়েস ভোটের প্রথম রাউন্ডে সবাইকে হতবাক করে দিয়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে ৭০ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ৫৬% ভোট পেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জয়লাভ করেন।  

নভেম্বরের মেয়র নির্বাচনে তিনি রিপাবলিকান কার্টিস স্লিওয়ার, অ্যান্ড্রু কুওমো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে লড়াই করবেন। কুওমো এবং অ্যাডামস উভয়ই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।     

উল্লেখ্য, জোহরান মামদানির মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার। তার বাবা বিখ্যাত চিন্তাবিদ মাহমুদ মামদানি, তিনি ভারতের গুজরাটের দাঙ্গা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। নভেম্বরের নির্বাচনে জয়ী হলে মামদানি হবেন নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র।  

সূত্র: নিউইয়র্ক পোস্ট  

Comments

    Please login to post comment. Login