Posts

প্রবন্ধ

সামাজিক অবক্ষয় ভঙ্গুর মেরামত রাষ্ট্রেই করতেই হবে

July 5, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

61
View

সামাজিক অবক্ষয়ঃ
ভঙ্গুর মেরামত রাষ্ট্রকেই 
করতে হবে 

অমল সরকার 

(৩) 

একটি দেশের মানুষের জীবন যাত্রা চরিত্র চালিত হয় কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রত্যেক দেশের মানুষ তাদের জাতিয় স্বকীয়তা ইতিহাস ঐতিহ্য কে ঘিরে। দেশে মানুষ রাষ্ট্রের নাগরিক হওয়ার সুবাদে নাগরিক অধিকার সচেতন থাকা একান্ত কাম্য। সকল দেশকে তার সংবিধান দিয়ে পরিচালনা করে থাকেন। আর এই সাংবিধানিক কার্যক্রম পরিচানার জন্য নেতৃত্ব থাকেন সরকার। রাষ্ট্রর মূর্তপ্রতিক হলো সরকার।
দেশ ও জনগণের ভাল মন্দ দেখভালের দ্বায় যেমন রাষ্ট্রের তেমনি কার্যকর ভাবে পালন করার দ্বায়ও সরকারেরই থাকে। নাগরিকরা যেমব রাষ্ট্রের আইন অমান্য করার  ক্ষমতা রাখেনা। তেমনি রাষ্ট্রও তার জনগণের চাওয়া পাওয়া বঞ্চিত করতে পারেনা। 
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ কাল সুশাসনের অভাব প্রকট,  যার দরুণ নিজের দূর দর্শিতাকে ঢাকা দিতে রাষ্ট্রের নাগরিকের দিকে খেয়াল না করে অসংখ্য সমস্যা বাস্তবায়নে ব্যাস্ত সময় পার করেছে।
এতে করে ঢিলে ঢালা রাজনীতি গা ছাড়া আইন প্রয়োগ আর নানা বিধ সমস্যায় জর্জরিত নাগরিক বিনা বাঁধায় দিন দিন আসামাজিক হয়ে উঠেছে। ক্রমে তা অভ্যাশে পরিনত হয়ে এখন সংস্কৃতিতে রুপ নিয়েছে।

 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 5 months ago

    সমাজের অবস্থা তলানীতে ঠেকেছে বাড়ছে অপরাধ