কবিতা
উড়াল মন
অমল সরকার
যৌবনের লৌহশকট দিয়ে গড়া
খাঁচা টি তে একটি পাখি পোষা
যাকে খাবার দিয়ে বুলি শিখানো
যালতাম সেও তাই বলতো মুখে।
আমি আদর করতাম সে করতো
আমি কাছে টেনে নিলে সে নিতো
আমি কোলে নিলে ও কোলে নেয়
আমি চুমু খেলে ও গালে চুমু দেয়।
এইভাবে দুই জন দুইজনের হয়েছি
আমার কষ্ট তার হৃদয়ে ব্যথা লাগে
পাখিটির কিছু হলে আমার ও হয়
আমরা দুই আত্মা এক হয়েছিলাম
আলাদা করে বেছে ফেলা মুশ্কিল।
এই ভাবে কেটে যায় রাত কাটে দিন
আমি হয়ে যাই তার ভালবাসার ঋন
এক দিন দেখি খাঁচা আমার আছে
পাখি টি উড়াল দিয়েছে এক টি গাছে।
72
View
Comments
-
Omol Sarkar 5 months ago
যে মন উড়ে বেড়ায় তাই উড়াল মন