কবিতা
ফুটন্ত গোলাপ
অমল সরকার
তুমি হাত বাড়িয়ে এগিয়ে দিলে
আমার দিকে একটি লাল গোলাপ
লাল টকটকে সূর্য রঙে ছোপ ছোপ
আমার হাতটি এগিয়ে দিয়ে নিলাম।
ভালবাসার নির্শন লাল গোলাপের
প্রেমের সমাধি রচনা ইতি হাসের
ফুটন্ত ফুলে লেখা কবিতা খানী
সর্নাক্ষরে লেখা থকবে আমি জানি।
মরেও শান্তি নাই ক্লান্তী ভালবাডায়
হার মানে না কোন কিছুতেই মানায়
বিরোহ না থাকলে প্রেম হয়না সফল
বিচ্ছেদ না থাকলে প্রেম যেন অচল।
একটি ফুটন্ত ফুল গোলাপেট কলি
উড়ে বেড়ায় ভ্রমড় যেন ফুল অলি
ফোটার পূর্বে ফোটে যে কলি কলি
প্রেমের কারনে প্রাণ দিয়ে দেয় বলি।
66
View
Comments
-
Omol Sarkar 5 months ago
কেউ ভালবাসলে তাকে ফুটন্ত গোলাপই দেবে