গল্প
একটি মুখাবয়
অমল সরকার
-- নে, নে খেয়ে নে সজল।
--- এই তো খাচ্ছি। নাস্তা খাওয়া শুরু করে
সজল বড় দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে। পড়ালেখার চাঁপে অনেক দিন আসা হয়না। এখন ছুটি আছে তাই আসা। নাস্তা খেয়ে ঘরের বাইড়ে আসে। দেখে পাশের বাড়ির সীমানা ওয়ালের উপর
দিয়ে এক টি মেয়ে অপলকে তাকিয়ে রয়েছে সজলের দিকে। সজলও পলকহীনভাবে তাকিয়ে দেখে। ফর্শা লম্বাটে মুখাবয় ঠোটের উপরে একটি তিল। ভ্রু যুগোল কাল পাতলা। নাঁক উঁচু নোলক পড়া দেখে মনে হয় দেবী দূর্গার ছবি। এমন জীবন্ত দৃশ্য এই প্রথম দেখলো সজল। যা এতো দিন মনের মধ্যে কল্পনার এঁকে রেখেছিল। দিদি বলে
--- সজল। কি দেখছিস? সজলের চেয়ে থাকার দিকে তাকায় পাশের বাড়ির মায়া সজলের দিকে তাকিয়ে রয়েছে দিদিসজলকে বলে
--- সজল কি দেখছিস?
--- না। কিছু না। মাথা ঝাকুনি দিয়ে ঝিঁম ছাড়ায়।
--- ও, মায়া! কি আমাদের বাড়ির ভেতরে আয়।
সজল জেনে নিল তার নাম,মায়া। চেহারায় কেমন যেন একটা মায়াবী ভাব আছে। বাহ,নামের সাথে চেহারার কতো মিল। রাতে রুমে আধশোয়া অবস্থায় সজল মোবাইল দেখছিল। হঠাৎ ফোনে ম্যাসেজ আসে কয়েক লাইন কবিতা উপরে মায়ার ছবি। প্রেমের আহ্বান সম্বিলিত কাব্যের মাঝে লিপি বদ্ধ কয়েকটি ছত্র।। লাফিয়ে ওঠে সজল।
66
View
Comments
-
Omol Sarkar 5 months ago
মনে আঁকা মুখটিই দেয়াল টপকে দেখা দেয়