কবিতা
নির্ভুল উত্তর
অমল সরকার
এই শোন?
বলো?
তুমি আমাকে কিভাবে দেখ?
তোমাকে দেখি স্বর্গের দেবীর মতো।
আরেকটি কথা?
বলো?
আমাকে তোমার কেমন লাগে?
তোমাকে মনে হয় পৃথিবীতে যা কিছু
ঘুরছে যেন তোমার পিছু।
আমি দেখতে কেমন?
তুমি? বহতা নদী, পাখির কলকাকলি
ফুটে থাকা ঘ্রাণ মৌ মৌ পূষ্পকলি
খরস্রোতা রাক্ষুসী পদ্মা নদী।
তুমি আমার কাছে কি চাও?
আমি চাই?
তোমার কাছ থেকে কোটি যোজন যোজন
দূরে চলে যেতে, বিরোহের স্বাদে
তৃপ্তি মিটিয়ে ভুলে যেতে বাজ্যিক জ্বালা।
71
View