Posts

কবিতা

মনের দিশা

July 5, 2025

শরীফ এমদাদ হোসেন

76
View

মন এক জটিল বাগান 
সে বাগানে কখনো রোদ কখনো মেঘ
বৃষ্টির দেখা নেই মোটে
দুঃখ বিবাদগুলি কেবলই খুঁচিয়ে খুঁচিয়ে ওঠে
তাই তো মন ফেরী করি রোজ
পাই না কোথাও মনের মতো একটি মনের খোঁজ
তুমিও কী মন হতে ধীরে ধীরে হচ্ছো নিখোঁজ?

মন থেকে কাউকে মুছে ফেলা বড্ড কঠিন 
মন চলে মনের কাছে বিরতি বিহীন।

যদি চাই আলোকিত হোক কারো ঘর
মন কেন ফেরায় আমারে? আহা সে তো আপন নয় পর
মনের দোদুল দোল চিরকাল চির গামী সুর
মন তবু ফেরেনা ঘরে, তার দিশা দূর.. বহুদূর......

Comments

    Please login to post comment. Login