মন এক জটিল বাগান
সে বাগানে কখনো রোদ কখনো মেঘ
বৃষ্টির দেখা নেই মোটে
দুঃখ বিবাদগুলি কেবলই খুঁচিয়ে খুঁচিয়ে ওঠে
তাই তো মন ফেরী করি রোজ
পাই না কোথাও মনের মতো একটি মনের খোঁজ
তুমিও কী মন হতে ধীরে ধীরে হচ্ছো নিখোঁজ?
মন থেকে কাউকে মুছে ফেলা বড্ড কঠিন
মন চলে মনের কাছে বিরতি বিহীন।
যদি চাই আলোকিত হোক কারো ঘর
মন কেন ফেরায় আমারে? আহা সে তো আপন নয় পর
মনের দোদুল দোল চিরকাল চির গামী সুর
মন তবু ফেরেনা ঘরে, তার দিশা দূর.. বহুদূর......