কবিতা
ছেড়া পাতা
অমল সরকার
বৃক্ষ বেড়ে ওঠে ভালবাসার বাতাসে
ঝড় ঠেকায় সম্পর্কের আবেগের ছোয়ায়
ছাগল সামলে মাতা উচু করে
উঠে যায় উপরে।
হঠাৎ আসে ভুলের ঘূর্ণিঝড়
লন্ডভন্ড বেড়াজাল
বোধের কীটপতঙ্গ ঝুরঝুর করে কাটে
পাতা থেকে শাখা পর্যন্ত।
পত্রহীন হয়ে মানব গাছের রুপ
বিরোধী দক্ষিনা বাতাস গরম তাপ
পোড়ে দহন জ্বালায় জ্বলে বাকল
ভেতরে অনুভুতির কাষ্ঠ বিরোধী
উইপোকা বিরোহী শিল্পী।
ছেড়া পাতায় বৃষ্টি ঝড়ে পড়ে
জল টপটপ গড়াগড়ি
অদৃশ্য আঁখির কোন বেয়ে।
68
View
Comments
-
Omol Sarkar 5 months ago
প্রকৃতি আর মানুষ একে অপরের প্রতিচ্ছবি