Posts

কবিতা

নীরবতার আর্তনাদ

July 5, 2025

Sadia MunMun

132
View

আমার দুয়ারে নীরবতা এসেছিল।
আমার অব্যক্ত শব্দভাণ্ডারের কান্না, 
চোখের অশ্রু হয়ে ঝরে পড়েছিল।
অবহেলার বাতাস আমার হৃদয়ে নীরবতার ঝড় তুলেছিল।
যেদিন তুমি বলেছিলে, "ভুলে যাও।" 
সেদিন আমার ডুকরে ওঠা কান্না দেখে,
ঘড়ির কাঁটা যেনো চলতে ভুলে গিয়েছিল।
তোমার জন্যে আমার চোখের আলো,
চরম অপমান নিয়ে ডুব দিয়েছিল অন্ধকারে।
সেদিন আমি নিজেকে হারিয়েছিলাম।
আমার প্রেম, আমার সুর, আমার বসন্ত হারিয়েছিল।
কিন্তু,
সেদিন আমার চোখে মুখে কোনো নীরবতা ছিল না,
যেদিন তোমার দু'চোখে চেয়ে,
বুঝেছিলাম ভালোবাসার সংজ্ঞা।
ভেবেছিলাম, 
কোনো একদিন শুধু তোমার জন্যে,
হাতে পায়ে আলতা রাঙ্গাবো।
কিন্তু, 
তুমি সেই অপেক্ষাকে হত্যা করেছো।
আমি নীরবতায় বিলীন হয়েছি সেদিন,
যেদিন তুমি বলেছিলে, "সময় নেই তোমার জন্যে।"
ভালবাসলে ভালোবাসা ভিক্ষে করা লাগে না।
ভিখারীর মত ভিক্ষা করতে করতে,
আমি একসময় নীরব হয়েছি।
তোমার প্রতি জন্ম হওয়া ঘৃণার জননী হয়েছি।

Comments

    Please login to post comment. Login