Posts

গল্প

সংসার যাতনা

July 5, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

59
View

গল্প 

সংসার যাতনা 

অমল সরকার 

রুনা বাজারের ব্যাগ হাতে ঘর থেকে বাইড়ে এসে বাজারে যাওয়ার জন্য দা্ড়ানো শিহাবে হাতে দিয়ে বলে
--- এই নাও। কোন কিছুই নাই। 
--- কাল কতো সদায় আনলাম? 
--- কতো সদায়?  কবে এনেছো তুমি কতো সদাই? যা আনো এক বেলাই হয়না। কথা না বাড়িয়ে শিহাব ব্যাগ নিয়ে  রওয়ানা দেয়। হাটে আর ভাবে হাতে যে ক,টা টাকা আছে বৌয়ের কথা মতো সদায় করলে তিন দিনও চলবেনা। মাসের এখনো ছয় দিন বাকি। করোনা ভাইরাসের সময় জিনিসপত্রের দাম বাড়ে। ইউক্রেন যুদ্ধেও তাই। বেতন এক টাকাও বাড়েনা। বারো হাজার টাকা বেতনে কাজ করে একটি দোকানে।  স্ত্রী ছেলে মেয়ে চার জনের সংসারে খরচ বেড়েছে এই চার বছরে দ্বিগুন। বৌ রুনাকে কোন দিনও বোঝানো গেল না, বাস্তব সত্য টা। দশ বছরের সংসার জীবনে কোন দিন হাসি মুখে দু,টি কথা বলেননাই রুনা। এনিয়ে মনে দুঃখ থাকলেও মেনে  নেয় শিহাব। ভাবতে ভাবতে বাজারে চলে এসেছে খেয়ালই নাই।মাছের দোকানর সামনে গিয়ে দাম জানতে চায় দোকানদার বিরক্তির সুরে বলে
--- অনেক দাম তুমি কিনতে পারবে না।
এসব শিহাবের গা সয়া। অন্য একটি মাছ দোকানে জিজ্ঞেস করে 
--- এই পঁটি কতো করে? 
-- ম্যালা দামে কেনা পারবে না নিতে তুমি।মনে মনে সংসারের প্রতি ঘৃণা ধরে যায়। যেখানে  কোন ভালবাসা। ইচ্ছে করে বহু দূরে নির্জনে চলে যায়। আটকে যায় ছেলে মেয়ে দুই জনের মুখের ছবি ভেসে ওঠে চোখের সামনে।

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 5 months ago

    স্বল্প আয়ের লোকের সংসার চালানো মানে যাতনা