মধ্যবিত্ত মানেই আতংক , তাই না? একটা মধ্যবিত্ত পরিবারই জানে জীবনের সাথে প্রতিনিয়ত কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। ঝগড়া, বিবাদ, মানসিক অশান্তি এছাড়া নানান ঝামেলা লেগেই থাকে। আর যেটা নিয়ে এগুলোর সৃষ্টি হয় আর সেটা হয়তো টাকা। কারণ অধিকাংশ পরিবারে উপার্জনক্ষম ব্যাক্তি থাকে একজন।
আর গল্পটা শুরু হয় এখান থেকেই। একজন উপার্জনক্ষম ব্যাক্তিকে নিয়ে। আর সেটা হয়তো বাবা, বড় ভাই কিংবা বড় বোন এছাড়া অন্য কেউ হইতে পারে। হয়তো তিনি পরিবারের খুশির জন্য কতটা ত্যাগ স্বীকার করেন সেটা অজানা নহে। নিজের ইচ্ছা -অনিচ্ছা বলে হয়তো কিছুই থাকে না । পরিবারের মানুষদের খুশি যেন তার কাছে সব। কিন্তু এর মধ্যে তিনি হয়তোবা কারোর কাছে মাঝে মাঝে অপ্রিয় হয়ে যান তাদের কিছু আবদার না মেটানোর জন্য। কিন্তু তিনি সবার সকল আবদার মেটানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু তখন আমরা এটা বুঝি না।
হঠাৎ করে যদি সেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে তাহলে তো সেই পরিবারে নেমে আসে চরমবিপর্যয়। এখন বুঝতে পারবে তার গুরুত্বটা কতখানি। হয়তো পুরো দায়িত্ব তখন বড় ছেলের উপর বর্তায়। যার উপর দায়িত্ব বর্তায় তখন তার স্বপ্ন গুলোকে বিসর্জন দিতে হয়। হয়তো আপনারা যারা এটা পড়ছেন তার ভিতরে অনেকে তাদের জীবনের সাথে মিল খুঁজে পাবেন।
সকলের খুশির কথা ভাবতে ভাবতে আপনার ইচ্ছে গুলো কখন একপাশে চাপা পড়ে যাবে আপনি নিজে ও বুঝতে পারবেন না।
মধ্যবিত্ত পরিবারে এটাই স্বাভাবিক। কিন্তু মধ্যবিত্ত পরিবারে সুখ - শান্তি নেই তা নয়।চিন্তা, হতাশার পাশাপাশি সুখ শান্তি ও আছে।
সবাই কে নিয়ে সুন্দর ভাবে বাঁচতে পারলে জীবন সার্থক।
44
View