লাল ঠোটের হাসি
অমল সরকার
তোমার ওই মুখে লাল
টকটকে দুই ঠোঁটের হাসি
প্রভাতের আকাঁ সূর্য হয়ে ওঠা
প্রাণ হরণের ধারালো অসি।
পান চিবিয়ে রঙিন অধর
বেড়েছে হৃদকম্পনের কদর
ছিনতাই হয়ে যাই আস্ত মানুষ
শীতে লাগে না গায়ে চাদর।
তুমি কথা বলো যখোন
খুলে যায় দন্ত কপাট
ঝড়ে মুক্তার মালা কণ্ঠে
বিচার হয় না কোন মানদণ্ডে।
লাল ঠোটের হাসি সুর তোলে
সামনে দাঁড়ানো বিশ্বজয়ীও ভোলে
মাথা নোওয়ায় বিষধর সর্পরাজ
পড়তে চাইলেও শূন্যে ওঠে আকাশ বাজ।
১/৪/২০২৫
61
View