Posts

গল্প

সত্যের বিজয়

July 6, 2025

Ritu Islam

Original Author রিতু ইসলাম

65
View

 এক ছোট ছেলে রাজু খুবই চতুর এবং সৎ ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন আর মা ঘরে থাকতেন। রাজু পড়াশোনায় খুব মেধাবী হলেও খুব দরিদ্র হওয়ার কারণে শহরের বড় স্কুলে যেতে পারত না। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে নিজে শিক্ষিত হয়ে গ্রামের অন্যদের সাহায্য করা।

একদিন গ্রামের বাজারে একটা ভুল হয়ে যায়। বাজারের দোকানদার ভুল করে বেশি টাকা নিয়েছে রাজুর কাছ থেকে। রাজু সেটা লক্ষ্য করলেও মুখে কিছু বলেনি। অন্যদিন সে দোকানদারের কাছে গিয়ে সঠিক টাকা দিয়ে দিয়েছে। দোকানদার অবাক হয়ে বলল, “তুমি এত ছোট হয়ে এত সৎ? আজকাল তো এই গুণ খুব কম দেখা যায়।”

রাজুর এই সততার খবরে গ্রামের অন্য লোকেরাও তাকে শ্রদ্ধা করতে শুরু করল। একদিন গ্রামের প্রধানের কাছ থেকে খবর এল যে, গ্রামে নতুন স্কুল খোলার জন্য আর্থিক সাহায্য দরকার। সবাই ভেবেছিল রাজু এত ছোট, সে কী সাহায্য করতে পারবে? কিন্তু রাজু তার অল্প অল্প সঞ্চয় থেকে কিছু টাকা দিল এবং স্কুলের জন্য প্রচেষ্টা করল।

কয়েক মাস পর, নতুন স্কুল খুলে গেল। রাজু সেখানে পড়তে শুরু করল। তার সৎ ও পরিশ্রমী মনোভাব দেখে শিক্ষকরা তাকে খুব প্রশংসা করলেন। রাজু কখনো হতাশ হননি, বরং তার মনোভাব অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠল।

Comments

    Please login to post comment. Login