তোমার জন্য
অমল সরকার
আমি বেঁচে আছি শুধু মাত্র তোমার জন্য
তোমাকে ভালবেসে আমার জীবন ধন্য।
তুমি যদি নদী হও আমি তোমার কণ্ঠহার
তুমি আমার জীবনের সকল সম বিহার।
তুমি আকাশের ধ্রুব তারা পূর্ণিমার চাঁদ
আমার জীবনে মাথার উপর তুমি ছাদ।
তুমি আমার স্বপ্ন স্বাধীনতা মুখে ভাষা
তোমার জন্য এই পৃথিবীতে ফিরে আসা।
তুমি আমার সাধনার ফসল উর্বর ভূমি
আমি আছি তুমি আছো আমি আর তুমি।
89
View
Comments
-
Omol Sarkar 4 months ago
কেউ বা বেঁচেই থাকে কারো জন্য