Posts

উপন্যাস

পেমিকা

July 6, 2025

Maoua Akter

78
View
  • প্রেমিকা_পর্ব ১                                                        Hellw, শুনতে পাচ্ছিস? কথা বল।                 হ্যা, মা বলো  ।                                               শোন  এইবার কিন্তু আমি তোর  কোন কথা শুনবো না, মেয়েটার সাথে ভালোভাবে কথা বলবি আর সময়মত চলে যাবি।                                           আচ্ছা মা। এই বলে কল কেটে দিল অনিক।আবার ফোন টা বেজে উঠল। বিরক্ত হয়ে কল receive করে বলতে শুরু করল "এই নিয়ে ৫ বার কল করলে আমি বলেছি তো তুমি যা বলবে তাই হবে।"                     রাগ করছিস কেন অভিমানের সুরে বলে উঠল অনিক এর মা।                                                         রাগ কথায় করলাম,আচ্ছা কি বলবে বলো।             শুন,মেয়ে টার বড় বোন ওর সাথে যাবে এর আগের বারের মতো কথা না বলে চলে আসবি না আর সুন্দর ভাবে কথা বলবি।                                             আর কিছু বলবে?                                            না।                                                              কল টা রাখলাম তাহলে।                                                                                                   অনিক এর বয়স ৩১ গত ২ বছর ধরে ওর মা ওকে কমপক্ষে ১০ থেকে ১২টা মেয়ের সাথে ওকে কথা বলতে পাঠিয়েছে। কিন্তু অনিক এর মন সেই ১৫ বছর আগের পরি তেই আটকে আছে। এখনও মনে আছে তার সাথে কাটানো স্কুল এর দিনগুলো। ক্লাস এ তো মনোযোগ থাকতোই না বরং পরির দিকে তাকিয়ে থেকেই স্কুলের জীবন পার করেছে।পরি অনিক এর সবচেয়ে কাছের বন্ধু,না বন্ধুর চেয়ে বেশি কিছু ছিল তার কাছে। পরি অনিক কে কথা দিয়েছিল বিয়ে করলে অনিক কেই করবে কিন্তু সেই পরি এখন কোথায় কেমন আছে কি করছে সে কিছুই জানে না।এখন তার পরি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছে অনিক এর ধারণা। কিন্তু অনিক যদি এখন বিয়ে করে তাহলে তার পরি যখন তার কাছে আসবে তখন কিভাবে পরির মুখোমুখি হবে কি উত্তর দিবে সে তার পরি কে এসব ভাবতেই তার চোখের এক ফোটা জল গাল বেয়ে ঝরে পরে। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই দেখলো  ৩ টা ৪৮ বাজে সময় চোখে করতেই চমকে যাই কারণ তার সাথি নামের মেয়ে তার সাথে দেখা করার কথা ৪ টাই। তাই তাড়াতাড়ি  কাপড় পরিবর্তন করে বাড়ি থেকে বের হয়ে bike নিয়ে চলে গেল restrurant এ যেখানে সাথি রা অপেক্ষা করছে।                                                                   দুঃখিত অনেক দেরি করে ফেলেছি, আপনি সাথি তো?  জি বলেই বড় বোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো সাথি, তারপর তার বড় বোন অনিককে দেখে বলল দাঁড়িয়ে আছো কেন বসো। অনিক কথা না বলে বসলো। সাথি মেয়ে টা বেশ সুন্দর। তাকে দেখেই পরির কথা মনে পড়ল  অনিকের কাছে মনে হলো তার সামনে পরি বসে আছে।সেই চোখ সেই নাক সেই ঠোঁট  এত মিল কি করে হয়! শুধু পরির গালে একটা তিল ছিল কিন্তু সাথির নেই। অনিক সাথি কে জিজ্ঞেস করল আপনার নাম সাথি তো? অনিকের প্রশ্নে সাথি খুব অবাক হলো। সাথি উত্তরে বলল সন্দেহ আছে আপনার?                                                       অনিক সামান্য  লজ্জা পেল তার বকামির জন্য তারপর বলে উথল আপনার কোন বড় বোন আছে এই বলে আবারও লজ্জায় পড়ল কারণ তার বড় বোন সাথির পাশেই বসে ছিল। অনিকের এমন অদ্ভুত প্রশ্নে সাথিএকটু বিরক্ত বোধ করে বলল আমার বড় বোনকে কি দরকার আপনার শুনি? সাথির কথা শুনে অনিকের বুঝতে দেরি হলো না যে মেয়েটা  স্পষ্টবাদী। অন্য কোন মেয়ে হলে হয়তো  তার বোনকে দেখিয়ে দিয়ে পরিচয় করিয়ে দিত কিন্তু এই মেয়ে  প্রশ্ন করছে যে তার বোনকে কি দরকার ।                             অনিক বুঝতে পারছে না কি বলবে মুচকি হাসি দিয়ে বলল কি   order করবো বলেন ।  সাথি এবারও বিরক্ত হয়ে বললেন আমি খেতে আসিনি। সাথির কথা শুনে তার বড় বোন সাথী কে বলল এ কেমন বেয়াদবি, আপনি কিছু মনে করবেন না ।                              না ঠিক আছে কিছু মনে করি নি।কিছু মনে করি নি বললেও   অনেক কিছু মনে মনে বলে ফেলেছেন। অনিক ভাবছে সে সে তো এখন ভুল কিছু বলল না তাহলে এভাবে কথা বলল কেন সাথে আমার সাথে     সাথির বড় বোন বলল আমি  শাহানা ওর বড় বোন ( সাথি কে দেখিয়ে দিয়ে) আমরা ২ বোন।                                                                               আজ শুক্রবার নামাজ পড়ে এসেই অনিক মাকে কল করে জানালো যে সে এই বাড়ি যাবে আজকে রাতে রওনা দিবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই শুনে তার মা খুব খুশি অনেকদিন পর ছেলে বাড়ি আসবে এবার ঈদে আসেনি কেন তা মা জানে না। খুব আবদার করেছিল আসার জন্য কিন্তু সে আসেনি।কিন্তু আজ হঠাৎ কেন বলছে সে বাড়ি আসবে কিছু বলতে চেয়েও বলল না শুধু সম্মতি দিল আচ্ছা আয়।                      সকাল সকাল ট্রেন থেকে নেমেই মাকে কল করল অনিক কল করে জানাল যে সে station এ আছে একটু পরেই বাড়ি চলে যাবে। অনিক এর মা সকালেই উঠেতে ছেলে আসবে বলে অনেক রান্না করেছে।অনিক রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিল।  অনিক ভাবছে  সাথি কে কল করবে কিন্তু এত সকালে করা ঠিক হবে না তাই একটু পরে করবে।সাথির সাথে আজকাল খুব মেলামেশা করছে অনিক।কিছুদিন আগে সাথি অনিক কে কল করে বলে সে দেখা করতে চাই অনিকও  সম্মতি জানাই। সেদিনই বিকালে দুইজনেই দেখা করে।সাথি অনিক এর কাছে ক্ষমা চাই তার ব্যবহারের জন্য। আপনার সাথে ঐদিন ওভাবে কথা বলা উচিত হয়নি। আপনার বাবা মা আমার বাবার সাথে কথা বলেছে। আপনার মা চাই এই মাসের মধ্যে বিয়ে দিতে চাই কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না।   আগে master's শেষ করতে চাই। আপনাকে আমার ভালো লেগেছে। আমি বাড়িতে বলতে পারছি না যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আর বলেও কোন লাভ নেই বাবা আমার কথা শুনবে না। তাই আপনাকে বলছি আপনি যদি বাড়িতে বলতেন যে কিছু মাস পর বিয়ে করতে চান আর আমাকেই করতে চান তাহলে আমার জন্য ভালো হই।আপনি তো কিছুই বলছেন না, আমি অন্যায় আবদার করছি না?                             

Comments

    Please login to post comment. Login

  • Maoua Akter 5 months ago

    আমার প্রথম লিখা এটা। কেমন হয়েছে comment এ জানাবেন।