কবিতা
মালা গাঁথি
অমল সরকার
সাধনার পূষ্প তুলি ভক্তির বাগানে
নিই ভাঙা দেহ ডালির মধ্যিখানে
হাজার ফুলের ভান্ডারে ফুল কলি
বিবীকাময় সারি সারি সরল গলি।
স্বর শব্দ রুপ ও বর্ণ একাকার হয়ে
তর্জনীতে ধরে বোধের ধ্যানে বসে
ভক্তির সুতোকে দীর্ঘ করে টান মেরে
লৌহ দন্ড সূইটার পেছনে দেই ভরে।
অক্ষর স্বাক্ষর নানা পূষ্পের মিলনে
আঙ্গুলে ভালবাসায় নিয়ে প্রেম মনে
আমি প্রত্যাহ সাধনার শ্রদ্ধান্জি দেই
সাদা পত্রের পাত পেতে বসিয়ে নেই।
প্রতি মূহুর্ত কলম নামের অসি হাতে
কাব্যর ফুল বাগান তোলা আঘাতে
গড়ে তুলি প্রেমের ভক্তি ভরা মালা
তাই তো আমি ভোগ করি জ্বালা।।
61
View
Comments
-
Omol Sarkar 4 months ago
কবি তার কলমে সাদা পত্রে অক্ষরের সূতোয় মালা গাঁথে