সামাজিক অবক্ষয়ঃ
ভঙ্গুর মেরামত রাষ্ট্রকেই
করতে হবে
অমল সরকার
(৪)
স্বাধীনতা উত্তর কাল থেকেই বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া অনুকুল হয়ে বইতে বাঁধাগ্রস্ত হতে হয়েছে বার বার। আর এই সুযোগে স্বাধীন নাগরিক অধিক স্বাধীনতা পেয়ে জীবনাচার কে উগ্র হিংসা বিদ্বেষী করে ফেলোছে। যা ক্রমে অভ্যাস ও নেশায় পরিনত হয়েছে। যা থেকে নাগরিকগণ বেড়িয়ে আসতে পারছেনা।
কোন ছাত্র নিজে নিকে লেখাপড়া শেখেনা। শিক্ষক শিক্ষান। কথা না শুনলে নিয়মের জালে আটকে অথবা শাসনের আওতায় এনে। এতেও কাজ না হলে অপরাধ করলে দন্ড প্রদান করে। যাতে শিক্ষার্থী চরিত্র উগ্রতা বা অভদ্রোচিত না হয়। রাষ্ট্রের উচিৎ তার নাগরিকে জীবন যাপন পরিচালন সঠিক ভাবে চলুক তা দেখভাল করার। অর্ধশতক ধরে আমাদের দেশে রাজনৈতিক অর্থনৈতিক সালস্কৃতিক উন্নয়নের দিকে নজর দিতে দিতে নাগরিক মানষিকতার উন্য়ন না করে এতে থেকে পাশ কাটিয়ে গেছে।
আগেও যা হয়েছে, সামনের দিনগুলোতেও
তাই হবে, অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। জাতির চরিত্র মেরামতের দ্বায়ীত্ব যাদের হাতে ন্যাস্ত তারা ক্ষমতার হিসা নিকাশ করতেই আয়্ষ্কাল ফুরিয়ে ফেলেন। এখনো সময় আছে রাজনৈতিক কর্মকাণ্ডে প্রথমে যে কাজটি অগ্রাধিকার হিসাবে করতে হবে। সামাজিক অবক্ষয় পুনরুদ্ধার। শেষ
63
View
Comments
-
Omol Sarkar 4 months ago
সামাজিক মানসিকতার পরিবর্তন ঘটানোর দরকার