উপন্যাস
নীলান্জণার ফিরে আসা
অমল সরকার
(পঞ্চম পর্ব)
নীলাঞ্জনার মামা বাড়িতেই খুব টেনশন মুক্ত হয়ে সময় চলে যাচ্ছে।
রাতে সবাই খেতে বসেছে। মামি খাবার দিতে দিতে বললো
--- আমাদের নীলা আজ কতো বছর পরে এলো, ওর জন্য তুমি তো কিছুই করছো না?
--- কিছুই করছি না মানে? ও এখন থেকে এই বাড়িতেই থাকবে।পরিক্ষার সময় বাড়ি গেলেও আবার এই বাড়িতেই ফিরে আসবে। দিদির সাথে কথা হয়েছে। নীলা নীরব। ও মনে করে ভালোই হবে এক ঢিলে দুই পাখি মারা যাবে। হিমুকে শিক্ষা দেয়া যাবে আবার মামা বাড়ি বেড়ানোও হবে।
মামি জানতে চায়
--- কিরে নীলা, তাহলে তো ভালই হলো এতো দিন আমাদের একটা মেয়ে ছিলো এখন দুই মেয়ে। শেফালী খেতে খুশিতে বলে ওঠে
-- ও ভলোই হলো। এখন থেকে জম্পেশ আড্ডা মারা যাবে। মামা মজা করে বলে
--- তোর তো শুধু আড্ডা ছাড়া মাথায় ঢোকে না। নীলা তো তা নয়। ও একটি শান্ত সিষ্ট মেয়ে। ও এ বাড়িতে থাকবে তোকে মানুস বানানোর জন্য। দিদিকে এই কথা বলেছি, উনি রাজি হয়েছে। নীলা মুচকি হেসে শেফালীর মুখের দিকে তাকায় আস্তে করে নিচে হাত মাজায় চিমটি কেটে বোঝায় যা বলছে বলতে দে।
67
View
Comments
-
Omol Sarkar 4 months ago
হিমাদ্রির জানেনা তার নীলা কোথায়