Posts

কবিতা

প্রেম, এক অস্তিত্বের আরশিনগর

July 6, 2025

Lamim Paik

Original Author লামিম পাইক

62
View

প্রেম কি কেবল স্পর্শ, না অনন্ত ব্যথা—
যেখানে আত্মা জাগে নিঃশব্দ কোলাহলে?
সময় থামে না, তবু সে চিরব্যবস্থা,
চোখেরও অতীত, হৃদয়ের অনলে।

জন্মপূর্ব স্মৃতির মতো সে অনুরণন,
কেউ বোঝে না, তবু সকলেই খোঁজে।
নিজ সত্তা খুঁড়ে ওঠে তার স্পন্দন,
এক বিন্দুতে মিলায় সকল রোজে।

প্রেম মানে—'আমি' ও 'তুমি'—ভ্রম ছায়া,
আছে কেবল 'তুমি'র মাঝে বিলীন 'আমি'।
সেই নিঃসঙ্গ ঐক্যেই গড়ে যায় মায়া,
অথচ মায়াহীন, ধ্রুব এক স্বামী।

সে প্রেম—যা থাকে না, তবুও রয়,
নেই তার শরীর, তবু সে সর্বজয়।
 

Comments

    Please login to post comment. Login