Posts

নিউজ

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন যারা

July 6, 2025

নিউজ ফ্যাক্টরি

183
View

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২৩ জিতেছেন ৪ জন সাহিত্যিক। ৪ জুলাই হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল এক যুগেরও বেশি সময় ধরে লেখক ও সাহিত্যিকদের এই সম্মাননা দিয়ে আসছে।

৪টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপ্তরা হলেন- প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদের জন্য আমিনুল ইসলাম ভুঁইয়া, কবিতা ও কথাসাহিত্যে ধ্রুব এষ এবং তরুণ সাহিত্যিক হিসেবে উম্মে ফারহানা। এছাড়া আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন হাসনাত আবদুল হাই। 

আজীবন সম্মাননা পুরস্কার হিসেবে হাসনাত আবদুল হাই পেয়েছেন ৫ লাখ টাকা। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও সাহিত্যে প্রত্যেকে ২ লাখ টাকা করে পেয়েছেন। এছাড়া তরুণ সাহিত্য পুরস্কার বিজয়ী পেয়েছেন ১ লাখ টাকা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, সেখান থেকে আমাদের চিন্তা করতে হবে। আর সেই কাজটি করবেন আমাদের কবি, সাহিত্যিক ও চিন্তকরা। এ ধরনের পুরস্কারে চিন্তকরা প্রেরণা পাবে।' 

এদিকে অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। এতে আরও বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ফারুক মঈনুদ্দীন, অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, পুরস্কার বিজয়ী হাসনাত আব্দুল হাই, আমিনুল ইসলাম ভূঁইয়া, ধ্রুব এষ প্রমুখ।  

Comments

    Please login to post comment. Login