গল্প
হকার
অমল সরকার
রুবাইয়া আজ কয়েক দিন হলো হকারের মাইকের শব্দ কানে গেলেই কাজ ফেলে চলে আসে বাইড়ে। ব্যপারটা মার কাছে ভালো ঠেকছেনা।
ভাবতে ভাবতে, হকারের মাইকের আওয়াজ,চুড়ি বয়লা আয়না চিড়ুনি চুলের ফিতা সিলভারের হাড়ি পাতিল মাইকে বলতে বলতে বাড়ির পাশ দিয়ে হকার যাচ্ছে। আলগা রান্না ঘরে রান্না করছিলো রুবাইয়া। বাইড়ে তাকিয়ে যেই দেখলো সেই ছেলেটি অমনি রান্না ঘর থেকে দৌড়ে পথে এসে হকারের সামনে থমনে দাঁড়ায়।
পচিশ বছর বয়েসি সুদর্শন চেহারার ছেলেটি রুবাইয়ার কে বলে
--- আপা কি নিবেন?
--- কিছুই না। হকার বুঝে নেয় মেয়ে তাকে দেখার জন্যই হয়তো দৌড়ে এসেছে। প্রথম দিন গাডার চুলের ফিতা কেনার সময়ই হকারের সাথে কথা বলায় ভালো লেগে যায় রুবাইয়ার। ছেলেটারও মনে ধরে। তাই ঘোন ঘোন আসে। একখা ওকথা বলে একে অপরে ভেতরে ঢুকে গেছে। রুবাইয়া বলে
--- তোমাকে না দেখলে ভালো লাগেনা।
--- আমার অবস্থাও তাই রুবাইয়া। মুখের কণ্ঠ যেন মধুর বাণী। হঠাৎ মা সুমাইয়া এসে এক ঝটকায় রুবাইয়ার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। হকার ছেলেটি নির্বিকার তাকিয়ে দেখে
50
View
Comments
-
Omol Sarkar 4 months ago
একটি গ্রাম্য মেয়ের চোখে একজন হকার সুন্দর