Posts

সত্তাশ্রয়ী

স্টিমার ছেড়ে গেল

July 6, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

74
View

যে মিথ এখনো দুই বাংলায় প্রচলিত 

স্টিমার  ছেড়ে গেল
অমল সরকার 

কোন কোন এলাকা বা স্থানের নামের ইতিহাস থাকে নামের উৎপত্তির কাহিনি। 
আবার কোন যায়গাশ নামের সাথে মিথ প্রচলিত রয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী।
অনুসন্ধানে জানাগেছে, উনিশ শতকের শুরুর কথা তখন পূর্ব বাংলার রাজধানী ঢাকার সাথে পশ্চিম বাংলার রাজধানী কোলকাতার যাতায়াতের এক মাত্র মাধ্যম ছিলো স্টিমার আর ট্রেন। 
ততকালীন সময়ে সদর ঘাট থেকে স্টিমারে গোয়ালন্দ ঘাটে আসতো। এখান থেকে ট্রেনে চরে সোজা কোলকাতা। প্রতিদিন সকাল সন্ধ্যা ট্রেনের সাথে যোগসূত্র রেখে স্টিমার আসতো।
জানাযায়, ঢাকা থেকে একই টিকিটে কোলকাতা যাওয়া যেত।
প্রচলিত মিথ রয়েছে ওই সময়ে  ক্ষুদার্থ যাত্রীগণ গোয়ালন্দ ঘাটের হোটেলে খাবার বসলে ধুর্ত হোটেল মালিকরা,, স্টিমার ছেড়ে গেল,, ছেড়ে বলে চিতকার করতো। ফেল করলে এক দিন বসে থাকতে হবে। অর্ধ খাবার রেখেই দোকানে বিল দিয়ে দৌড়ে স্টিমারে উঠে পড়তো।
একই ভাবে,, ট্টেন ছেড়ে গেল,, ততকালীন সময়ে হোটেলের নিয়ম ছিলো পেট ভর্তি খাবার একই দাম।

 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    এখনো কথা প্রসঙ্গে গোয়ালন্দ ঘাটে স্টিমার ছেড়ে গেল বলে