Posts

কবিতা

পদ পদবী

July 6, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

68
View

কবিতা

পদ পদবী

অমল সরকার

পদতলে শ্রদ্ধান্জলি নিবেদন
গ্রহণ করে ভক্তের ভগবান
ওই চরণ পাবার আশায় নিজেকে সমর্পণ 
যদি পাই কৃপা ওই চরণ।

শক্তির ধারক নেতা মন্ত্রী আমলাগণ
জুতা পায়ে ঘোড়ার মতো ছোটে
ঠকঠক শব্দে ওই যগোল চরণ
খুড়ের তলায় পিষে হবে মরন
সালাম জানায়ে বাঁচে যতো অধম
পদ পদবী ডরে চ্যালা চামুণ্ডারা কেঁপে মরে।

যৌবনে যৌণতার পথে হেটে চলে যে জন
প্রথম পদ দর্শনে বিমোহিত আপ্লত আবেগ
পাবার আসে পায়ে পড়ে মিনতি করে
কামনায় ধাবিত জন।

পদ নাই যার ঘোরে একাকার
পা,যার গোল-- অবিধায় পাগল
পদপদবীর কির্তনে কাটায় জন সুখ আসে তার এই ভূবণে।

পদপদবী ভুলে থাকে যে কপাল পোড়ে
ভাসে সেই জন দুঃখের সাগরে।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    পদ-- পা নাই যার পৃথিবী অচল তার পদবী বড় বিশ্ব তার