কবিতা
পদ পদবী
অমল সরকার
পদতলে শ্রদ্ধান্জলি নিবেদন
গ্রহণ করে ভক্তের ভগবান
ওই চরণ পাবার আশায় নিজেকে সমর্পণ
যদি পাই কৃপা ওই চরণ।
শক্তির ধারক নেতা মন্ত্রী আমলাগণ
জুতা পায়ে ঘোড়ার মতো ছোটে
ঠকঠক শব্দে ওই যগোল চরণ
খুড়ের তলায় পিষে হবে মরন
সালাম জানায়ে বাঁচে যতো অধম
পদ পদবী ডরে চ্যালা চামুণ্ডারা কেঁপে মরে।
যৌবনে যৌণতার পথে হেটে চলে যে জন
প্রথম পদ দর্শনে বিমোহিত আপ্লত আবেগ
পাবার আসে পায়ে পড়ে মিনতি করে
কামনায় ধাবিত জন।
পদ নাই যার ঘোরে একাকার
পা,যার গোল-- অবিধায় পাগল
পদপদবীর কির্তনে কাটায় জন সুখ আসে তার এই ভূবণে।
পদপদবী ভুলে থাকে যে কপাল পোড়ে
ভাসে সেই জন দুঃখের সাগরে।