চলমান খুঁটি
অমল সরকার
চার খুঁটি একই সাথে হেটে চলেছে
অন্তিমকর্মের সম্প্রদানে
কাঁধে বহণ সমাপ্তি জয়গান
শ্রোতা শোনে
ভুলে যায় পরক্ষণেই।
কাঁধের চালায় শায়িত নিয়মের
সাদা শান্তির পতাকা
আগে নিয়ে আসা দায় শোধন
পাচালি চুকে।
অভিযাত্রী চলমান গৃহের
চালে শুয়ে।
মৌণতায় জানান দেয়
তোমরাও এসো আমার পথে
সুখের বাড়িতে বেড়াতে।
৩/৪২০২৫
82
View
Comments
-
Omol Sarkar 4 months ago
মৃতদেহ চাল কে চার জন চলমান খুটি হয়ে দা্ড়িয়ে যায়