কবিতা
কি মনে করো
অমল সরকার
এই তুমি আমাকে কি মনে করো?
আমি, আমি আবার তোমাকে কি মনে করবো?
কি মনে করবে মানে, আমাকে
কি মনে হয়?
তোমাকে তোমাকে,,,,,,
তোতলাতে হবে না, বলে ফলো
আমি, আমি তোমাকে
দুই ঠোটের পাতা আটকে গেল
বলতে নাকের মাথায় লজ্জা চেঁপে ধরে
বলে এখানেই কি সমাপ্তি টানবি
থেমে গেল স্বর।
থেমে গেলে যে বলনা
তুমিই বলো আমি তোমার কি হই
তীরন্দাজ হয়ে সর বিদ্ধকরণ কণ্ঠে
ভালবাসার স্থান দখল নেয় সংলাপে।
ভালো তীর চালাও তুমি মারো বুকে
ছোড় ঠোটে।
বলনা আমি তোমার কি?
কাঁপানো ঠোঁটে বাঁকানো নাঁকে
একটি শব্দের অসি ছক করে কোপ মারে
ধারালো অস্ত্রে কাটে প্রশ্নের গলা
হৃদয়ে বিদ্ধ করে উত্তরের সুচালো শীর
বলে অস্ফুট বাক্য
তোমাকে আমার মনের মতো মনে হয়।
78
View
Comments
-
Omol Sarkar 4 months ago
প্রশ্ন করি তুমি আমাকে কি মনে করো উত্তর তোমার মতো মনে করি