এই অশান্ত মন খুজে বেড়ায় তোমাকে,, হাজারো মানুষের ভিড়ে,,,
খরস্রোতা নদীর তীরে,,
খুঁজে বেড়ায় তোমাকে,,,
হৃদয়ের আনাচে কানাচে, অচেনা অলিতেগলিতে,
খুঁজে যায় এমন, গ্রীষ্মের রোদ্দুরে,,
জোনাক জ্বলা রাত্তিরে,
তোমাকে খুঁজে চলে এমন,,,
তেপান্তরের ঐ মাঠে, খেয়াতরীর ঘাটে
খুঁজে চলে এমন,,,,,
নীল শান্ত আকাশে, বসন্তের দক্ষিণা বাতাসে,
খুঁজে চলে এমন,,,,,,
গোধূলির আঙ্গিনায়, কোন এক ঘোর বর্ষায়,
খুঁজে চলে এমন,,,,,
বইয়ের প্রতিটি পাতায় পাতায়, নজরুলের কবিতায়
খুঁজে চলে এমন,,,,
রবি ঠাকুরের গানে, হাজারো পাখির কলতানে,
এই খুঁজে চলার সাথে আমি করে নিলাম সন্ধি,
তুমি যে শুধুই আমার স্মৃতির ফ্রেমে বন্দী: