কবিতা
বাউল মন
অমল সরকার
মনটারে করেছি উদাসী
হয়ে গেলাম জন্মভূমিতে পরবাসি
কি করি কোথায় যাই তার
কোন হিসেবে খাতা নাই
আমি তো বাউল রে ভাই।
গেরুয়া বসন পড়ে মোটা মালা
গলায় ধরে খড়ম পায়ে ফড়ে
একতারা টি হাতে নিয়ে
কাপড়ের ঝোলা বগলে করে
ঘরকে পর করে গৃহ ছেড়েছি।
স্ত্রী সন্তান সাধের সংসার সমাজ
আত্মীয় পরিজন দিয়ে বিসর্জন
খালি হাতে চোখ বুঝে
বেড়িয়ে পড়লাম খুঁজতে নিরঞ্জন
কোথায় সেই জন আমার মহাজন।
ঘুরি দেশে বাউলেরই এই না বেশে
কতো কথা কতো জন বলে এসে
কিনে নেই বিনয়ের অর্থ দিয়ে
বেঁচার কিছু নাই যে আমার
সব কিছু নাকি ওই সাঁইজির অপার।
ভিকারী বাউল মনটারে বোঝাই
এই জগতে সাঁই ছাড়া অন্য কেউ নাই।
46
View
Comments
-
Omol Sarkar 4 months ago
এক মন বাউলের চাওয়া পাওয়া