উপন্যাস
নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
(ষষ্ট পর্ব)
হিমাদ্রির শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। বৃষ্টিতে ভিজেছিলো তাই ঠান্ডা লেগেছে।
ছোট বোন মনিকা টেবলেট ছিড়ে হাতে জল নিয়ে খাটে শোয়া হিমাদ্রির কাছে গিয়ে বলে
--- দাদা, এই নে টেবলেট গুলো খেয়ে নে।
--- এতো গুলো বড়ি? আমি খাবো না আমার অসুখ এমনিতেই সেরে যাবে। বোন মজা করে বলে
--- এমনিতেই সারতো যদি নীলাঞ্জনার খো্জ পাওয়া যেত।
--- নীলাঞ্জনা! কে নীলান্জনা?
--- তুই মনে হয় কিছুই বুঝিস না। আমি জেনে গেছি তুই নীলাঞ্জনাকে খুব ভালবাসিস। কিন্তু ও কোথায় গেছে বাড়ির কেউ জানেনা। এমন কি হয় দাদা? বাড়ি থেকে একটি মেয়ে উধাও হয়ে গেল, আর কেউ জানলো না।
বোন মনিকা কথা বলছিলো হিমাদ্রি চোখ বুঝে ভাবনার রাজ্য প্রবেশ করে খুঁজছিলো কোথায় কোথায় যেতে পারে। না হিসেব মেলে না। হিমাদ্রির চোখ বোজা ভাব দেখে বিরক্ত হয়ে বোন আবার বলে
--- ধ্যাত আমি কার সাথে কথা বলছি?
চোখ তুলে তাকিয়ে হিমাদ্রি বলে
--- ও, কেন তুই আমার সাথে কথা বলছিস।
54
View
Comments
-
Omol Sarkar 4 months ago
নীলান্জনা কোথা গেছে হিমাদ্রি জানেনা