কবিতা
আত্ম দর্শন
অমল সরকার
জ্যোস্নাস্নাত ঝলমলে রাতের আলো
পৃথিবী হেসে ওঠে প্রকৃতি জমকালো
ওই আলোর ভূবণে আমি দেখি মুখ
পাই যেন জম্ম সার্থকতার প্রচুর সুখ।
কলকলিয়ে বয়ে চলা নদীর জল ধারা
মাঝি নৌকা বায় হয়ে নিজ আত্মহারা
জেলে জাল ফেলে ভাবের হাতে ছড়া
নদীতে তুমি হাসো থাকো মাতোয়ারা।
পাহার যেমন মাথা উচু শির সোজা
বৃক্ষের মাথাও উঠে গেছে সেই সোজা
আসে ঝড় ভেঙে চুড়ে লন্ডভন্ড করে
সেখানেও দেখি তোমায় পরক্ষ করে।
60
View
Comments
-
Omol Sarkar 4 months ago
আধ্যাত্ম মানুষ আত্মায় উপলব্ধি করে