Posts

কবিতা

মা

July 7, 2025

Mr M k

Original Author মিঃ এম কে

78
View

মা, তুমি সকালবেলার রোদ্দুর হয়ে
আমার ঘুম ভাঙাও—
নরম কোমল হাত বুলিয়ে দাও গালে,
আলো আর ভালোবাসা একসাথে ঢালো।

তুমি জানো,
আমি ভয় পেলে—
তোমার কোলে আশ্রয় খুঁজি,
তুমি তখন পাহাড় হয়ে দাঁড়াও,
সব ভয় দূরে ঠেলো।

তুমি ক্লান্তি বোঝো, ক্ষুধা বোঝো,
একটা চাহনিতে চিনে ফেলো—
আজ দিনটা কেমন গেলো।

তুমি শুধু রান্নাঘরে নয়,
তুমি আমার পৃথিবীজোড়া
আশ্রয়।

কখনো রাগ করো,
আবার সেই রাগেই লুকানো
অজস্র ভালোবাসা—
যা মুখে বলো না,
কিন্তু চোখে লেখা থাকে।

মা, তুমি আকাশের মতো—
সবকিছু ঢেকে রাখো,
তবু নিজে থাকো নিঃশব্দ, শান্ত।
তোমাকে ছাড়া কিচ্ছু চলে না,
তুমি আমার সমস্ত প্রাণতন্তুতে বাঁধা।

আপনি চাইলে এই কবিতাটি রেকর্ড করে আবৃত্তি করতেও পারেন। যদি চান, আমি আবৃত্তির গাইডলাইন বা আবৃত্তি করার সময় কেমন আবেগ, ভঙ্গিমা রাখা উচিত, সেটাও বলতে পারি।

window.__oai_logHTML?window.__oai_logHTML():window.__oai_SSR_HTML=window.__oai_SSR_HTML||Date.now();requestAnimationFrame((function(){window.__oai_logTTI?window.__oai_logTTI():window.__oai_SSR_TTI=window.__oai_SSR_TTI||Date.now()}))

Attach

Search

ChatGPT can make mistak

Comments

    Please login to post comment. Login