চিন্তা কি খাওয়া যায়?
আহমেদ সাব্বির
রাতদিন শুয়ে শুয়ে করিস কি? চিন্তা?
চিন্তার কূল খুঁজে পাবি কোনোদিন তা?
চোখ দেখি বসে গেছে ঝুলে গেছে গালটা
চিন্তায় ক্ষয়ে গেল আইবুড়ো কালটা।
চিন্তা কি খাওয়া যায়? থাক, খেতে চাইনে
তিনবেলা ভাত দেয়? মাস শেষে মাইনে?
ধন দেয় মান দেয়? ঘর বউ বাচ্চা?
কী ঘোড়ার ডিম দেয়, দেখা যাবে, আচ্ছা।
কুঁড়েরাই বেশি করে চিন্তার চর্চা
চিন্তায় কত লোক হয়ে গেল খর্চা
কত লোক মরে ভূত, ভবলীলা সাঙ্গ
তুইও দেখি শুয়ে শুয়ে প্রায় বিকলাঙ্গ।

চিন্তার কল্কেটা প্লিজ ভাই বাদ দে
যেই কাজে ভাত জোটে সেই কাজে হাত দে।