গোয়ালন্দ গরুর হাটে শামিয়ানা টাঙিয়ে গফুর মিয়া বড়ি বিক্রি করতে মজমা জমিয়েছে। ভালোই লোক আসছে। কিবোর্ডে কনসার্ট শুরু করার সাথেই প্রচুর মানুষের ভিড়। মাইক্রোফোন হাতে নিয়ে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছে শিল্পী লাইলি। চারি দিকে তাকিয়ে জমায়েত দেখলো।
দেখে সামনে পচিশ বছরের এক জন যুবক বসা। ওকে দেখেই পছন্দ হয়ে যায়। লাইলিও অপলকে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটিও লাইলির চোখে চোখ রেখে অপলকভাবে থাকানো। গান শুরু করে
---- ও ও ও কি গাড়িয়াল ভাই। টানা সুর, থামার নাম নাই। এমন টান ধরলো এক টানে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। গফুর মিয়া চমকে ওঠে ধমক দিয়ে বলে
--- লাইলি! ধমক খেয়ে সম্বিত ফিরে পায়। কিন্তু গান তুুলতে ভুলে যায়। অবস্থা বেগতিক বুঝে গফুর মিয়া লাইলির হাত থেকে মাইক নিয়ে ক্যানভাস শুরু করে।
লাইলির মাথায় একটা ঝড় বয়ে যায়। মা বাবা হারা লাইলিকে খাওয়া পড়ায়ে এই বিশ বছর বয়েসে এনেছেন। লাইলি কোন দিন ভালবাসা কি বুঝতে পারেনি। আজ ওই ছেলেটাকে দেখে মনে প্রেমের ফুল ফুটলো।