(পঞ্চম পর্ব)
নাইমা ওর বোন সাইমা বাড়ি এসে গত রাতে। সাইমা নাইমাকে বোঝানোর চেষ্টা করে
--- সুমাইয়ার বাড়ি যে ছবিটি দেখেছিস ওই ছবি শাওন আর সুমাইয়ার ভাইয়ার ছবি। ওরা দুই বন্ধু।
-- রাখ তোর বন্ধু টন্ধু। শাওন একটা খারাপ চরিত্রের মানুষ। মেয়ে মানুষ দেখলেই ওর মাথা ঠিক থাকেনা।
--- তোর মাথাটা একেবারেই গেছে। আরে বোকা, শাওন সুমাইয়াকে বোন ডাকে। নিজের বোনের চেয়েও ভালবাসে। মুখে কিছু না বললেও নাইমা রাতে ঘুমের আগে অনেক গুলো পিল খেয়ে নেয়। রাতে ঘুমিয়ে পড়ে। সকালে সুমাইমা ঘুম থেকে উঠে ডাকে
--- উঠবিনা? নাইমার চোখে প্রচুর ঘুম,নেশার মতো মনে হয় চোখ বুজাখোলা অবস্থায়
--- না। আমি ঘুমবো। আবার চোখ বোজে
সুমাইয়া অনুমান করে শাওনের সাথে দ্বন্ধের পর থেকে ঘুমের টেবলেট খেয়ে ঘুমায়। নইলে ঘুম আসে না। গত রাতে মনে হয় বেশি টেবলেট খেয়ে ফেলেছে, তাই নেশায় আছে।ঘুমাক নেশা কেটে যাবে। সুমাইয়া ঘর থেকে বাইড়ে বেড় হয়।