Posts

নিউজ

দিলীপ কুমারকে নিয়ে লেখা হয়েছে যেসব বই

July 7, 2025

নিউজ ফ্যাক্টরি

146
View

বলিউড অভিনেতা দিলীপ কুমার ভারতীয় সিনেমার কিংবদন্তী এক নায়ক। ৭ জুলাই তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত এই অভিনেতার মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের একটি যুগের অবসান ঘটেছে।   

মহান এই নায়ক নিজেই তার আত্মজীবনী লিখেছেন। এছাড়া অন্যান্য লেখকও তাকে নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন। এগুলোতে আইকনিক এ অভিনেতার জীবন এবং সময় প্রতিফলিত হয়েছে। দিলীপ কুমারকে নিয়ে লেখা বইগুলো এক নজরে দেখে নেয়া যাক: 

১. দিলীপ কুমার: দ্য সাবস্ট্যান্স এন্ড দ্য শ্যাডো

বইটি দিলীপ কুমার নিজেই লিখেছেন। এই আত্মজীবনীতে কিংবদন্তীর এই নায়কের জীবনের অনেক অজানা কাহিনী প্রথমবারের মত প্রকাশিত হয়েছে। ৪৫০ পৃষ্ঠার বইটি ২০১৪ সালের ২৮ জুলাই প্রকাশিত হয়।

২. নেহরু’জ হিরো দিলীপ কুমার: ইন দ্য লাইফ অব ইন্ডিয়া

বিশ্বখ্যাত অর্থনীতিবিদ লর্ড মেঘনাদ দেশাই তার ফিল্ম আইডলকে নিয়ে বইটি লিখেছেন। এই বইতে লেখক তৎকালীন আর্থ-সামাজিক বাস্তবতার আলোকে দিলীপ কুমারকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। এটি ২০০৪ সালে প্রকাশিত হয়।

৩. দিলীপ কুমার: পিয়ারলেস আইকন ইন্সপায়ারিং জেনারেশনস

ত্রিনেত্র বাজপাই এবং আনশুলা বাজপাইর লেখা বইটি ২০১৯ সালে প্রকাশিত হয়। এতে বিখ্যাত এই নায়কের ব্যক্তিগত এবং পেশাদার জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

৪. দিলীপ কুমার: দ্য লাস্ট এমপেরর

ন্যাশনাল অ্যাওয়ার্ডজয়ী লেখক, চলচ্চিত্র নির্মাতা সঞ্জিত নরওয়েকার বইটি লিখেছেন। একজন সাধারণ মানুষ ইউসুফ খান কিভাবে বিখ্যাত নায়ক দিলীপ কুমারে পরিণত হয়েছেন তা তুলে ধরেছেন লেখক। বইটি ২০০৪ সালে প্রকাশিত হয়।

৫. মাই লাইফ: দিলীপ কুমার

এই বইয়ে দিলীপ কুমারের শৈশব থেকে শুরু করে সমগ্র জীবন কাহিনীই তুলে ধরা হয়েছে। মাত্র ৮৬ পৃষ্ঠার ছোট এই জীবনীগ্রন্থ ২০১৮ সালে প্রকাশিত হয়।

৬. দিলীপ কুমার: স্টার লিজেন্ড অব ইন্ডিয়ান সিনেমা: দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি

বানি রুবেনের লেখা এই বইটি ২০০৪ সালে প্রকাশিত হয়। এই বইয়ে দিলীপ কুমারের অসাধারণ জীবন কাহিনী বলা হয়েছে। পাকিস্তানের পেশোয়ারে কাটানো শৈশব-কৈশোরের জীবন, বোম্বাইয়ের তারকা খ্যাতি সবকিছুই লেখক এই বইয়ে ফুটিয়ে তুলেছেন।

৭. দ্য থেসপিয়ান: লাইফ এন্ড ফিল্মস অব দিলীপ কুমার

উর্মিলা ল্যানবারের লেখা এই বইটি প্রকাশিত হয় ২০১৯ সালে। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বশেষ সম্রাট হিসেবে পরিচিত ছিলেন দিলীপ কুমার। এই জগতে ৫ দশকের বেশি সময় ধরে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে টিকে ছিলেন। এরকম ক্ষমতাবান একজন মানুষ ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন সে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন লেখক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

    Please login to post comment. Login