প্রশ্ন উঠছে -এই মধ্যরাতের সংবর্ধনার তাৎপর্য কী? অনুষ্ঠানস্থলে বিশাল বিলবোর্ড, ব্যানার, খেলোয়াড়দের ছবি, বড় পর্দায় খেলার ক্লিপ দেখানোসহ ডিজিটাল চাকচিক্য থাকলেও দর্শক সংখ্যা এক-দেড় হাজারের বেশি ছিল না। গ্যালারির এক-তৃতীয়াংশ পূর্ণ হয়নি। শেষ রাতের নির্জনতায় আনন্দধারা বইয়ে দিতে পারেনি এই কৃত্রিম উদ্দীপনা।