Posts

গল্প

গাধা ও গুগল ম্যাপ

July 8, 2025

Dibbo Saha

66
View

একদিন গ্রামের গবেট রমিজ সাহেব শহরে যাওয়ার পরিকল্পনা করলেন। তিনি সদ্য স্মার্টফোন কিনেছেন, আর তাঁর ছেলে তাকে শিখিয়েছে,
"বাবা, গুগল ম্যাপে সব পাওয়া যায়। আপনি হারাবেন না!"

রমিজ সাহেব বললেন,
– "ওরে বাপ, এই গুগল কি বেটা জিনিসরে! মানুষ ছাড়া পথ দেখায়!"

পরদিন সকালে তিনি তাঁর প্রিয় গাধা "রাজু"কে নিয়ে রওনা দিলেন। কিন্তু গুগল ম্যাপে লোকেশন বসাতে ভুল করে "গরুর হাট" এর বদলে "গাধার হাট" দিয়ে ফেললেন।

গুগল বলল,
"Continue straight for 2 kilometers."
রমিজ সাহেব গর্ব করে বললেন,
– "দেখছো রাজু, এখন থেকে আমরা সাহেবেরা হইছি। আমরাও GPS ইউজ করি!"

২ কিলোমিটার যাওয়ার পর গুগল বলল,
"Your destination is on the right."

রমিজ সাহেব ঘাড় ঘুরিয়ে দেখেন — একটা বিশাল গাধার হাট! চারদিকে শুধু গাধা আর গাধা!

একজন বিক্রেতা এসে বলল,
– "এই গাধাটা বিক্রি করবেন?"
রমিজ সাহেব রেগে বললেন,
– "না রে ভাই, গুগল গাধাটারে বেচা দিছে, আমি না!"

রাজু তখন একটানা হাই দিচ্ছে, যেন বলছে,
"আমি ভুলে এই মালিকরে বেছে ছিলাম!" 😩

শেষমেশ, রমিজ সাহেব রাজুকে নিয়ে ফেরার পথে ফোনটা গাধার পিঠে বেঁধে বললেন,
– "এই যন্ত্রই সব কিছুর দোষী, এবার তুই-ই চালা গুগল!"

😆 শিক্ষা: সব সময় গুগল ম্যাপের উপর নির্ভর করলে আপনি কোথায় যাবেন, আর গাধা কোথায় যাবে — বোঝা মুশকিল!

Comments

    Please login to post comment. Login