কবিতা
হৃদয়ের বেদীমূলে
হৃদয়ের বেদীমূলে প্রতিস্থাপন করেছে
এক জন কে --যাকে খুব ভালবাসি
প্রেমের পূষ্পে অঞ্জলি দেয় পহরে পহরে
নিশ্বাসের আসা যাওয়ায় পাই তাকে
দেখি সব সময় ওই রুপ।
যে বেদূীর মাঝে বসাই ওই প্রতিমূর্তি
পূজিত নিবেদিত কায়মনোবাক্যে
চাওয়া পাওয়ার হিসেব চুকে দেই
নিঃস্বার্থ অন্তরে রোপিত মহাবৃহতী
পারদ বিহীন আয়না মুখোমুখি।
আমি দেখিনা ওই ছবি শুধু অনুভবে পাই
সে দেখে আমাকে থাকে সর্বদা আমায়
এই ভাবে চলছে ভাব দেওয়া নেওয়া
কণ্ঠহীণ ঈশারায় চলে কার্যক্রমের খেলা।
62
View