ধারাবাহিক গল্প
বিষে নীল দেহ
(৬ ষ্ঠ পর্ব)
অমল সরকার
শাওন ক্যাম্পাসে যায় না বেশ কয়েক দিন।
মন ভালো না। শাওনের বেষ্ট ফ্রেন্ট বাবুল কলেজে গিয়ে শাওন কে না দেখে চিন্তায় পরে গেল। দেখা হয় শিক্ষার্থী সাদ্দামের সাথে দেখা হলো। বাবুল সাদ্দামের কাছে জানতে চায়
--- দোস্ত, শাওনকে তো কয়েক দিন দেখছিনা রে? ফোনেও পাচ্ছি না। সাদ্দাম বলে
--- তুই জানিস না দোস্ত, কি হয়েছে?
--- না।
--- ছ্যাক।
--- খুলে বল।
--- বুঝলি না? নাইমা শাওনকে ডাব্বা মেরে দিয়েছে।
--- কি নিয়ে লাগলো?
--- আরে না লাগে নাই, যা হওয়ার তাই তো হয়, শাওনকে তুই চিনিস যেটা পায় সেটায় পটিয়ে ফেলে। বিষয় টা নাইমার কাছে ধরা খেয়েছে। তাই নাইমা পরিস্কার বলে দিয়েছে। আর জীবনে কোন দিন শাওনের সাথে আর সম্পর্ক রাখবেনা। রেগে যায় বাবুল। ধমক দিয়ে বলে
--- কি, নেগেটিভ কথাবার্তা বলছিস! একটা কথা শোন প্রেম ভালবাসায় বিরোহ থাকে আবার সমাধানও হয়। তুই না শাওনের বন্ধু। বন্ধু হয়ে এভাবে কথা বলা ঠিক নয়।
--- ঠিক বেঠিক আমি শিখবো।? নাইমা গা ভরা রাগ। আমি খুশি হয়েছি। (চলবে)
58
View