Posts

গল্প

পিচ ঢালা পথ

July 8, 2025

Omol Sarkar

84
View

গল্প
পিচ ঢালা পথ 

অমল সরকার 

দুলাল মশলার কড়াই ভরে পাপড়ির মাথায় তুলে দিতে দিতে চোখের ঈশারায় কথা বলে। পাপড়ি বোঝে দুলাল তার প্রতি প্রবল
দূর্বল হয়ে পড়েছে। রোড কন্সটাকশনে শ্রমিক দের সাথে দুলাল পাপড়ি কাজ করে। এক সাথে কাজ করতে সম্পর্ক হয়ে যায়। সরদার এসে দুলালের উপর রাগ করে বলে
--- এই দুলাল মশলার ভরে ভরে দে। 
--- আচ্ছা ঠিক আছে। মুখে বললেও সে ভাবে কড়াই ভরে দিলে পাপড়ির কষ্ট হবে। তাই অল্প করে দেয়। পাপড়ির মাথায় তুলে দিতে দিতে বলে 
--- পাপড়ি তুমি ঘেমে গেছো। যাও একটু জিড়িয়ে নাও। পাপড়ি বলে
--- তুমিও তো ঘেমে গেছো। দুই জনই রাস্তার পাশে গাছ তলায় গিয়ে বসে। মনে পড়ে যায় পাপড়ির সেই দিনের কথা। তিন বছর আগে পাপড়ির স্বামী মারা গেল। সংসারে শুধু বৃদ্ধ শাশুরী। আয়ের কোন উতস না থাকায় নিরুপায় হয়ে রাস্তায়  কাজ নেয়। তারপর থেকে এই কাজ করেই জীবন চালায়। কাজে দুলালই সহায়তা করে থাকে। দুলালের বিয়ের বয়েস পার হয়ে গেলেও এখনো বিয়ে করে সংসারে মা বাবা কে কামাই করে খাওয়ায় খরচ অনেক।  তারপর পরের একটি মেয়ে নিয়ে এসে ভরোন পোষনের সমস্যা হবে। তাই বিয়েই করা হচ্ছেনা। এদিকে পাপড়িকে অনেকে বিয়ের প্রস্তাব দিলেও রাজি হয়নাই।

Comments

    Please login to post comment. Login