বিশ্বজুড়ে বেঁধেছে ডামাডোল, চলছে অস্ত্রের ঝংকার
চারিদিকে রণ সাজ সবার,দিচ্ছে শুধু হুংকার।
দুর্বলের ওপর শক্তিশালীরা, করছে আঘাত
অকাতরে কত মরছে মানুষ, বেদনা বিষাদ।
জলে স্থলে আকাশ পথে, দিগ্বিদিক রুদ্র দ্বার
অসহায় ভাবে মরছে তারা, পথ নাই পালাবার।
কোলের শিশু পাচ্ছে না রেহাই, গুলি করছে বুকে
অন্নহীন কতজন, মরছে ধুকে ধুকে।
বৃদ্ধ আর নারী করছে আহাজারি, করছে আর্তনাদ
তবু পাষণ্ড হৃদয় মানুষ গুলির, থেমে নাই কষাঘাত।
এই নিপীড়ন এই নির্যাতন, কেহ নাই দেখিবার
বুক ফাটা কান্না তাদের, শুধু হাহাকার।
মানবতার কথা বলে যারা, বিশ্ব ভুবন
তাদের কর্ণ শোনে না কেন, করুণ ক্রন্দন।
যুদ্ধ বিগ্রহ হানাহানি, থেমে দাও বিশ্ববাসী
ধর্ম বর্ণ সকলের মুখে, ফুটুক আবার হাসি।