Posts

কবিতা

হাওয়া বন্দুকে টোটা ভরা প্রতিদিন।

May 26, 2024

মাহী ফ্লোরা

Original Author মাহী ফ্লোরা

109
View
জলের ধারায় ভেসে যাচ্ছে কোমল রাঙামাছ!

....

ছুঁই ছুঁই করে তোমার হাতটা
আঙুলে বকুল গোলাপও সাতটা 
তোমার আকাশে আঁধারের তারা নেই
আমাদের প্রেম শুরু হতে চায় আজ এখানেই!
.....

জলে না নেমে কেউ টের পাবেনা কুশিতল হিম। করতলে জালে রেখা  আঁকা কবিতিকা । খুব খুঁজেছি আরো বেশি ঘুম।যতটা ঘুমুলে তোমার থেকে দূরে থাকা যায়! ভুলে থাকা যায় কাব্যের দায়।
জলে নেমে তাই টের পেয়েছি রাঙামাছ কাঁদে। মাছরাঙা পাখিটাও শব্দের জটে আজ দারুন বিবাদে!

.....

এই নবান্নে আমরা আর খেলবনা নতুন কোন খেলা।  ফসল উঠবে,শোধ করে দেব সব ঋণ!

 কত মুখ দেখি রোজ,সব কি আর দেখি। বদরাগি মায়ের মত তবু ভালবেসে থাকি রোদ। 

গান হয় আগুনে জোনাকি-
হাওয়া বন্দুকে টোটা ভরা প্রতিদিন।

.....

তুমিতো তার আপন হউনি রোদ্দুরে,
তবুও তোমাকে ভিজিয়ে দিলো বৃষ্টি। 
অভিনয়ের মহান সুযোগ নিয়ে সমুদ্দুরের 
পাট করে ফেললো তুচ্ছ তুমুল বৃষ্টি টা! 
আজকাল আজকাল করে 
পার করে দিলো গর্ভের ছ'মাস....
ওহে সর্বনাশ-
এতদিন কোথায় ছিলেন?

.....

এই সুন্দর অপেক্ষা ছোট্ট শিশুর মত হাঁটে,পাতা ঝরা পথে সময়ের,ভাল লাগে বহুদিন পর,এই রোদেজলে তুমি নেমে এলে,অপেক্ষারত সাহসী একা মুখ হয়ে। ভাল লাগে। ভাল লাগে বহুদিন পর।

.....

বোকা গাছ ফুল ফুটিয়ে বসে আছে
মায়ার কাছে জীবন বাজি রেখে।


....

জলে নেমে তাই টের পেয়েছি রাঙামাছ কাঁদে। 
মাছরাঙা পাখিটাও শব্দের জটে 
আজ দারুন বিবাদে!

Comments

    Please login to post comment. Login