ধারাবাহিক উপন্যাস
নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
(অষ্টম পর্ব)
নীলান্জনার মামি গতকাল বাবার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে ভাগিণী নীলার প্রসঙ্গো কথা হয়। পাশের বাড়ি সুদেব কাকার স্ত্রী রুক্ষিণী কাকি গল্পেচ্ছলে বলে
--- মিতা, তোর ভাই রমেশের জন্য একটা মেয়ে যোগার করে দে। মিতা কাকির কথায় একটু ভেবে নিয়ে বলে
--- কাকিমা, আমি বলছিলাম কি, আমাদের উনার ভাগিণী নাম নীলান্জনা। এবার পড়া লেখা শেষ করছে। আপনার চেলে মানে মহিমের ভাগিণী আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও নাকি এখানেই থাকবে। ওর মামা বলছিল সেই নাকি নীলাকে বিয়ে দিবে।
--- তাই নাকি? তাহলে ভালোই হয়।
----তাহলে। রমেশ কে তুই সাথে নিয়ে মেয়েটিকো দেখা? তারপর কথা বলা যাবে নাকি বলিস?
--- আচ্ছা ঠিক আছে ওকে আমার সাথে পাঠিয়ে দাও। ও মেয়েটিকে দেখুক। যদি পছন্দ হয় পরে দেখা যাবে। মিতা বাড়ি এসেছে। সাথে রমেশ কেও নিয়ে এসেছে। বিকেলে এসেছে। রমেশের মন উসখুস করছে মেয়েটি দেখার জন্য। নীলা বোনের কাছে শুনেছে, মামীর বাড়ি থেকে কে যেন বেড়াতে এসেছে এদিকে তাট ভ্রুক্ষেপ নাই।
ঠান্ডাা প্রকৃতি ওভাব গম্ভির নীলাকে দেখেছে রমেশ কিন্তু কথা বলার সাহশ দেখায় নাই।
62
View