কবিতা
আপেল রাঙা ঠোঁট
--
অমল সরকার
তোমার ওই ঠোঁট রাঙা আপেল
সর্নরঙে জ্বল জল্বে দুঁতিময়
চকচকে ঠিকরে পড়ে আলো
তোমার অধরে আলতা মাখা রঙে
চাহণি ফোটে প্রেমময় ডঙ্গে
হাজার বিচ্ছুরণ সূর্যের যন হয় পতন
আমি হারিয়ে যাই ওই ভূবনে নিজ মনে
কণ্ঠে গলিত মধুরসুধা হারে বসুধা
বিগলিত হয়ে যাই দিশেহারা
আপেল রাঙা ঠোঁট টি তোমার
যখন প্রেমের কথা বলে
আমি তখন হারাই এই বোধ বিচারে
ভেসে যাই ভালবাসার স্রোত টানে
একটি ঠোঁটের ক্রীড়ায় বিশ্ব ভূতল
পদানত শ্রদ্ধা জানায়
সব কিচু বিলিয়ে দিয়ে
তোমার ওই আপেল রাঙা ঠোটের গুনে।
This is a premium post.