তাকে আর কী পাবো
অমল সরকার
তাকে আর কী পাবো এই জীবনে বেঁচে থাকতে মনে হয় না
কারন, সে হারিয়ে গেছে অন্যের হাত ধরে
সুখের পথ ধরে।
আমি কাঁটা বিছানো পথে হাটতে হাটতে
পা দিয়ে রক্ত ঝড়াই
সুখে সংসার করে স্বামী নিয়ে আমোদিত
দহনে জ্বলে আমি নিন্দিত।
সে এখন হাসি ফোটায় সুখের ফুল বাগানে
স্বপ্নে রঙিন ভূবণে
আমি কেঁদে ফিরি মনুষ্য সমাজে মাঝে
গোপনে গোপনে।
সে আর আমি লক্ষ যোজন দূরের জন
এখন পর আমি
সে কিন্তু আমার পরো জন্মের কতো আপন।
This is a premium post.